Being a music lover, I thought of writing a song. Basically, it's a poetry following the basics of a song: sthayi, antara, sanchari and abhog. Nevertheless, didn't find a composer to provide music to it :)
মণে রেখো মোরে
আজ আছি আমি, থাকবো না কাল জানি |
থেকে যাবে আমার এই গাণ, রয়ে যাবে এই সুর তান |
সেদিন শুনে মোর গাণ, দিও তার ঠিক প্রতিদান |
তোমাদের ভালবাসা শুধু চাই |
জীবনপাশাটা কখন উল্টে যায় তাতো কেউ জানে না;
কখন যে ঝরে যায় শিউলিবৃন্ত থেকে কেউ দেখে না |
এরকমই আসবে একদিন, চলে যাব আমি সেইদিন,
দূর থেকে তোমাদেরই দেখবো, তোমাদের শুধু ভালোবাসবো,
যদিওবা সম্মান না পাই |
মাঝে মাঝে ভাবি মণে মণে, মরণ কেন আসে জীবনে?
কেন এ ধরণী ছেড়ে যেতে হয়, মৃত্যুর কেন নেই পরাজয় |
এখন ভাবি না আমি এই কথাগুলি আর মণে মণে;
শুধুই প্রেমের কথা বলবো যে আজ আমি গানে গানে |
জীবনকে নয়া পথে চালাবো, মানুষের জয়গান গাইবো,
প্রেমের বাঁধনে সবারে বাঁধবো, বিধাতাকে প্রার্থনা জানাবো,
তোমাদের মণে যেন পাই ঠাঁই |
2 comments:
I can try ...
if you are ready to try me :-)
Why not? Anything good to hear will be good enough for me. :-)
Post a Comment