School holds a very special place in everyone's heart, probably because we spend almost 10-12 years studying there. A lot of memories, faces of beloved teachers, friends come in the mind when we just think about it. It really feels sad when you get detached from school. I still miss my school days.
স্কুল
আমায় ক্ষমা কর তুমি,
সেই কবে তোমাকে ছেড়ে এসেছি আমি|
আর যাইনি ফিরে,
তোমার কোলের মাঝে, স্নেহের তরে|
কতদিন পাই নি সেই আদর,
যা না পেলে হতাম বড়ই কাতর |
কতদিন তাকাইনি তোমার পানে,
আজ তুমি ক্ষমা কর এ অধম সন্তানে|
জীবনের প্রথম প্রভাতে তুমি দেখিয়েছিলে মোরে শিক্ষার আলো;
তুমি শিখিয়েছিলে ত্যাজিতে মন্দ, গ্রহণ করতে ভালো|
তোমারই দানে শিখেছি আমি ভদ্র, নম্র, বিনয়ী হতে,
অন্যায়ের বিরুদ্ধে শিখিয়েছ আবার ফেটে পড়তে প্রতিবাদে|
সবকিছুরই কারণ খুঁজতে অনুপ্রানিত করেছ মোরে,
সদাই শিখিয়েছ জানতে সত্য, গাঁথতে তারে মণের ডোরে|
বাধা দিয়েছ অনিয়ম, উচ্ছৃঙ্খল হতে,
তার বদলে শিখিয়েছ মোরে সহানুভূতিশীল ও পরোপকারী হতে|
এই স্মৃতি নিয়ে চলে গেছি আমি বহুদূরে -
হৃদয়বীণা বেজে ওঠে তাই দুঃখ ভরা করুন সুরে|
বিদায়লঘ্নের দ্রুত আগমন এ আমি ভাবি নি কভু
চাই নি আমি তোমায় ছেড়ে এসেছি তবু|
আজ তাই বুক জুড়ে শুধু হাহাকার;
ফিরতে চাই তোমারই কাছে আবার|
চাই ফিরে স্কুলের সেই দিনগুলি,
ক্লাসের ফাঁকে আড্ডার সেই ক্ষণগুলি,
জানি তা পাব না ফিরে, এ অসম্ভব,
নিষ্ঠুর হলেও সেটাই বাস্তব|
সত্যি, নিয়তির কাছে মানুষ কত অসহায়,
সব সুখের দিন বোধহয় এইভাবে হারিয়ে যায়|
No comments:
Post a Comment