Poetry is addictive. If you enjoy writing one, you just can not resist writing another one. The time between the board exams and the results was really boring, but it excited me to play with the words.
অচিনপুর
চলে যেতে চাই বহুদূরে
কোথাও কারুর সঙ্গে বা একা কোনো tour-এ;
যেথায় থাকবে না পড়াশুনার চিন্তা,
থাকবে শুধুই আকাশ অনন্তা |
থাকবে না কোনো ব্যবসায়িক কোলাহল,
বলবে না কেউ অসত্য অনর্গল |
থাকবে না দুর্বলের প্রতি সবলের অত্যাচার,
কিংবা বিচারকের অন্যায় অবিচার |
থাকবে না স্বার্থপর লোকের ভিড়
কিংবা অট্টালিকাসম নীড় |
থাকবে নাকো ঝগড়া বিবাদ
রইবে নাকো রণ নিনাদ|
থাকবে সেথায় সুনীল গগন,
বইবে সেথায় শুদ্ধ পবণ,
কলকলিবে হায় স্নিগ্ধ নদী,
বন্ধু হবে রবি শশী |
গাইবে কবি মানুষের জয়গান
পাখিরা করবে বৃক্ষে কলতান
হবে সেথায় সবাই স্বাধীন
ভালবাসা হবে স্বার্থহীন |
কোথাও কি আছে এমন স্থান?
আছে কি এমন প্রকৃতির দান?
তবে কি এ শুধুই স্বপ্ন-
শুধুই কি এ কল্পনার ফল-
যদিবা ধরি এ শুধুই স্বপন
পারো না একে করতে সফল?
No comments:
Post a Comment