This was my first Bengali poem. This was written in the vacation after the board exams. I was really excited when i finished this one. I hope you'll like my tribute to the greatest poet in Bengali literature.
প্রণমি তোমায় রবীন্দ্রনাথ
তুমি আছো মোদের মণে,
রয়েছ জুড়ে মোদের প্রাণে,
তুমি যে মোদের গর্ব,
তোমার জণ্য ত্যাজিতে রাজি আমরা মোদের সর্ব |
তোমার কাব্যে আছে যে প্রেম, আছে মণের কথা,
কোথাও আছে নিপীড়িত ও দুঃখীজনের ব্যাথা |
প্রকৃতির রূপের বর্ণনা আছে তোমার শত কবিতায়,
প্রেম, ভালবাসা, স্নেহ, মমতা পাই যে তোমার কথায় |
বেদনাবহুল দিনে তোমার কবিতা আনে হর্ষ
বর্ষণবহুল দিনেতে পাই রোমান্টিকতার স্পর্শ |
কভু ভাসিয়েছ মোদের প্রেমের জোয়ারে,
ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছ সবারে |
সদাই চেয়েছ সত্যের জয়,
দিয়েছ মোদের সদাই অভয়,
কভুবা দিয়েছ নবজীবন,
এ ভুবনে কভু চাহনি মরণ |
তোমার গাণ হৃদয়ে লাগায় মাতন
তাইতো তুমি মোদের অরূপরতন |
ভুলিবনা মোরা কভু তোমার এ দান
মোদের মণে তুমি সদাই রহিবে মহান |
তুমিই মোদের কল্পতরু,
মোদের প্রিয় কবিগুরু,
তুমিই মোদের প্রভাতরবি,
প্রণমি তোমায় হে বিশ্বকবি |
5 comments:
sala eeta to dakhiye chis bole mone porche na ....
kon jabda khata thake bar kor li ...
bhalo hoyeche tobe se to aanek diner kotha...
aakhan aakta lekh na ...
Eta toke dekhischilam bodhoi. Oi ekta khata-tei aache. Ekhon lekhar time pai na. Tarpor chorcha-tao dorkar.
joi baba TINKUNATH...khub sundar hoyeche.jhulite aro ache naki?thakle chatpat ber kore felo.amrao ektu dekhi.
Khub besi nei. Sobi onek aage lekha. Notun lekhar time pai na.
arun, tumi bhaalo likho!
Post a Comment